আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
মুসলিম গণহত্যার সঙ্গে জড়িত সার্বিয়ান সেনা বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল এ জুবিসা দিকোভিককে ভিসা দেয় নি আমেরিকা। জেনারেল দিকোভিক বেলগ্রেডে অবস্থিত আমেরিকান দূতাবাসে ভিসার আবেদন করেন।
সেনাপ্রধানের ভিসা বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সার্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, এতে দুই দেশের সম্পর্কের অবনতি হবে।
গত অক্টোবরে জেনারেল দিকোভিককে আমেরিকার একটি সামরিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভুলিন বলেন, ভিসা বাতিল করা পারস্পারিক সম্পর্কের ক্ষেত্রে বাজে দৃষ্টান্ত।
সার্বিয়ার মানবাধিকার সংগঠনগুলো দিকোভিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে বলেন, ১৯৯৮-৯৯ সালে দিকোভিকের সৈন্যরা কসোভোতে আলবেনিয়ান মুসলিমদের নির্বিচারে হত্যা করে। সে তা বন্ধের কোনো চেষ্টা করে নি।
দিকোভিক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো অপরাধের নির্দেশ দেই নি। বরং কসোভোতে আমার প্রতিরোধ ছিলো বীরত্বসূলভ।
সূত্র : ডেইলি সাবাহ