শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

ভারত ইসরাইল সম্পর্কের পথে সমস্যা নয় জেরুসালেম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে ভোট দিয়েছে ভারত। তার পরেই ইজরায়েলের ক্ষেপণাস্ত্র কেনার ৩১৮৬ কোটি টাকার চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি।

দু’দেশের সম্পর্কের এই টানাপড়েনের মধ্যেই আজ ভারতে পৌঁছলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর কূটনীতির যাবতীয় প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে পৌঁছে তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে বুকে জড়িয়ে ধরলেন। প্যালেস্তাইন-ইজরায়েল সম্পর্কের ভারসাম্য রাখতে গিয়ে এ বার নয়াদিল্লি নেতানিয়াহুর সঙ্গে কী ধরনের চুক্তিতে এগোয়, সেটাই দেখার।

নেতানিয়াহুর ছ’দিনের ভারত সফরকে সফল করে তুলতে যদিও দু’দেশের তরফেই প্রস্তুতি সারা। এ দিনই দিল্লির তিন মূর্তি মার্গের নাম বদলে করা হয়েছে ‘তিন মূর্তি হাইফা চক’। প্রথম বিশ্বযুদ্ধে ইজরায়েলের হাইফা শহরটিকে মুক্ত করতে ভারতীয় সেনারা যুদ্ধ করেছিলেন। সেই ইতিহাসকে সম্মান জানাতেই এই পরিবর্তন।

তিন মূর্তিতে এ দিন এক অনুষ্ঠানে দুই রাষ্ট্রনেতাই উপস্থিত ছিলেন। পরে দিল্লিতে কয়েকটি বৈঠক সেরেই মুম্বই, আগ্রা যাবেন নেতানিয়াহু। যাবেন মোদীর রাজ্য গুজরাতেও। আর তাঁর সফরের অধিকাংশ সময়েই সঙ্গী থাকবেন মোদী। ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছে ১৩০ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল।

এঁদের নিয়েই নেতানিয়াহু দেখা করবেন মুম্বইয়ের শিল্পপতিদের সঙ্গে। গুজরাতের ভাদরাদে কৃষি গবেষণা কেন্দ্রেও যাবেন তাঁরা। ভারতের আশা, এই সফরে ইজরায়েলের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষার সম্পর্ক জোরদার হবে। সাইবার নিরাপত্তা, তেল ও প্রাকৃতিক গ্যাস, অপ্রচলিত শক্তির মতো ক্ষেত্রগুলিতে মউ স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে দু’দেশের।

 

প্রধানমন্ত্রী মোদীর ইজরায়ল সফরের ছ’মাসের মধ্যেই নেতানিয়াহুর সফর ঘিরে ভারতীয় কূটনীতিকদের অনেক আশা। ১৫ বছর আগে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন এসেছিলেন দিল্লিতে। তার পরে চলেছে ইজরায়েল-প্যালেস্তাইন ঘিরে নয়াদিল্লির ভারসাম্যের কূটনীতি। গত বছর মোদীর সফরে নেতানিয়াহুর আতিথেয়তা সেই সম্পর্ককে বাড়তি মাত্রা দিয়েছিল।

আর এ বারও ইজরায়েলের প্রধানমন্ত্রীর সফরের শুরু থেকেই একে সফল করার চেষ্টায় দু’দেশ। নয়াদিল্লিতে পা দেওয়ার আগেই নেতানিয়াহু আজ ভারতকে ‘বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী দেশ’ আখ্যা দিয়েছেন। ঐতিহাসিক সফরে তিনি ‘তাঁর বন্ধু মোদী’র সঙ্গে দেখা করতে চলেছেন বলে জানিয়েছেন। পরে মোদীও টুইটারে নেতানিয়াহুকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

আর দিল্লিতে পৌঁছনোর পরে, রাষ্ট্রপুঞ্জে ভারতের ভোটের প্রসঙ্গ টেনে এ দিন নেতানিয়াহু বলেন, জেরুসালেম নিয়ে একটা ভোটে দু’দেশের সম্পর্ক বদলে যাবে না। গোয়েন্দা সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ইজরায়েলের গোয়েন্দাবাহিনী বিশ্বের সেরা। এ বছরেই বিমানে হামলার প্রায় ৩০টি ঘটনা আটকানো গিয়েছে ইজরায়েলের দেওয়া তথ্যের ভিত্তিতেই। ফলে ভারতের মতো মিত্র দেশের সঙ্গে আমরা সব সময়েই এই ধরনের তথ্য আদানপ্রদান করব।’’

কূটনীতির ছকবাঁধা রাস্তার বাইরে যেতে দু’দেশের এই চেষ্টার মধ্যেই এই সপ্তাহে মুম্বইয়ে পা রাখতে চলেছে ইজরায়েলের কিশোর মোশে হোলৎসবার্গ। ২০০৮ সালে মুম্বই হামলার সময়ে নারিম্যান হাউসে চোখের সামনেই বাবা-মাকে হারিয়েছিল এই শিশুটি।

গত বছর ইজরায়েল সফরের সময়ে মোশেকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। এখন সন্ত্রাসের বিরুদ্ধে ইজরায়েল ও ভারতের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে ১১ বছরের কিশোরটি।

আনন্দবাজার পত্রিকা

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ