শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাবিথ, রিপন, আখতার: দলের সিদ্ধান্তে কাজ করার অঙ্গিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন তিন দলীয় প্রার্থী। তিনজনই দলীয় মনোনয়ন প্রত্যাশী।

রোববার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

মনোনয়ন প্রত্যাশী তিন নেতাই জানিয়েছেন, দলীয় সিদ্ধান তারা মেনে নেবেন। তারা বলেছেন, দল যে সিদ্ধান্ত নেবে তার জন্যই কাজ করবেন।

এ ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী তাবিথ আউয়াল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি বেশ আশাবাদী। এর আগের নির্বাচনেও দল আমাকে সমর্থন দিয়েছিলো।

তবে ‘দল যাকে প্রার্থী করবে আমি এবং আমার সাপোর্টাররা মিলিতভাবে ওই প্রার্থীর জন্য কাজ করব’ বলেছেন তাবিথ আউয়াল।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে সংগঠন করে এসেছি। সবসময় স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান এবং দলের দুঃসময়ে সামান্য অবদান রাখার চেষ্টা করেছি।

আমার লেখাপড়া, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন দেশের নগর উন্নয়ন সম্পর্কে আমার অভিজ্ঞতাসহ সার্বিক দিক বিবেচনা করে দলীয় মনোনয়ন পাবো বলে আশা করি।’

তিনি দল যাকে মনোনয়ন দিবে তার জন্যই কাজ করবো। তবে আমার বিশ্বাস আমিই দলীয় মনোনয়ন পাবো।‘

মেজর (অব.) আখতারুজ্জামানের একই কথা। তিনি বলেন, ‘প্রথমে পরম করুনাময় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাকে অনুমতি দিয়েছেন মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য।

আমরা আগেও বলেছি ২০১৮ সাল পরিবর্তনের বছর। পরিবর্তন আনতে হবে। পরিবর্তন ইনশাল্লাহ হবে। পরিবর্তন হবে জাতীয়তাবাদী শক্তির পক্ষেই।

তিনি বলেন, মনোনয়ন না পেলে দল যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করবো।

দলের সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুমও দলীয় সমর্থন চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ