আওয়ার ইসলাম: ফের আত্মঘাতী হামলায় রক্তাক্ত ইরাক৷ সপ্তাহের প্রথম দিন রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী হামলা ঘটে৷ হামলায় কমপক্ষে ১৬ জন মারা গিয়েছে৷ আহত বহু৷ জখমদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, সোমবার মধ্য বাগদাদের এভিয়েশন স্কোয়ারের কাছে ঘটে বিস্ফোরণ দুটি৷ সেই সময় প্রচুর মানুষের ভিড় লেগে ছিল৷ হঠাৎ হামলায় চরম আতংক ছড়ায়৷ হামলায় ১৬ জন মারা গিয়েছে৷ জখম হয়েছে ৬৫ জনেরও বেশি৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার বাহিনী৷ এভিয়েশন স্কোয়ার থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করেছে তারা৷ এখনও অবধি ১৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে৷
এদিকে এই হামলার দায় কোন জঙ্গি গোষ্ঠী নেয়নি৷ তবে ইরাকে সক্রিয় জঙ্গি গোষ্ঠী আইএস৷ তাই অনুমান হামলার পিছনে আইএসের হাত থাকতে পারে৷
এইচজে