শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

চলন্ত গাড়ি ঢুকে পড়লো বাড়ির দোতলায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রোববার স্থানীয় সময় ভোরের দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় দ্রুতগতির একটি গাড়ি দ্বিতীয়তলার একটি বাড়ির উপরের অংশে ঢুকে যায়। ওই গাড়িটিতে দুইজন যাত্রী ছিলেন।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি (ওসিএফএ) জানিয়েছে, গাড়ির একজন যাত্রী বেরিয়ে গেলেও অপরজন আটকে ছিলেন। পরে সকাল পৌনে সাতটার দিকে তাকে উদ্ধার করা হয়।
অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির ক্যাপ্টেন স্টেফেন হর্নার বলেন, ওই ব্যক্তি ঝুলে থাকা গাড়ির মধ্যে এক ঘণ্টার বেশি সময় আটকে ছিলেন।

ওসিএফএ জানিয়েছে, ওই গাড়িটি রাস্তার মাঝখানে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গিয়ে ভবনটিতে ঢুকে যায়।

তারা বলছে, গাড়ি থেকে একজন বেরোতে পারলেও লস অ্যাঞ্জেলস কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ (ইউএসএআর) টিমের সহায়তায় অপরজনকে বের করে আনা হয়। ওই ঘটনায় দ্বিতীয়তলায় সামান্য আগুন ধরে যায়। হর্নার বলেন, তবে দ্রুতই ওই আগুন নিভিয়ে ফেলা হয়। পরে উদ্ধারকারী দল এসে অপর ব্যক্তিকে উদ্ধার করে।

হর্নার বলেন, তারা এসময় সামান্য আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে ওই ঘটনায় সময় ভবনটিতে কোনো ব্যক্তি ছিল না।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ