আওয়ার ইসলাম: আরব আমিরাতের আমির মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের অতিথি হয়ে সে দেশে গিয়ে বন্দী হলো কাতারের রাজপুত্র শেখ আব্দুল্লাহ। খবর আল জাজিরা।
আল জাজিরার খবরে বলা হয়, কাতারের রাজপুত্র শেখ আব্দুল্লাহ বিন আলি আল ছানিকে বন্দি করেছে সংযুক্ত আরব আমিরাত। বন্দি শেখ আব্দুল্লাহ শনিবার এক ভিডিও বার্তায় বিষয়টি প্রকাশ করেছেন।
শেখ আব্দুল্লাহ তার প্রকাশ করা ভিডিওতে বলেন, আমি এখন আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আছি। আমি এখন একজন বন্দি। আরব আমিরাত কর্তৃপক্ষ আমাকে দেশ ত্যাগ করতে বাধা দিচ্ছে। আমি এখন খুব ভয়ের মধ্যে আছি।
ভিডিওতে শেখ আব্দুল্লাহ জানান, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। আরব আমিরাতের আমির মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের অতিথি হয়েছিলেন। কিন্তু দূর্ভাগ্য তিনি এখন বন্দী।
শেখ আব্দুল্লাহ এর জন্য আরব আমিরাতের আমির শেখ মোহাম্মাদকে দায়ী করেছেন।
উল্লেখ্য, শেখ আব্দুল্লাহ'র বাবা শেখ আলি বিন আব্দুল্লাহ আল ছানি ১৯৬০ সালে কাতারের আমির ছিলেন।
এসএস/