নিহার মামদুহ
প্রতিবেদক
প্রায় এক দশক পর আগামী ২৯ জানুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত সমঝোতা বৈঠক হতে যাচ্ছে। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য আনতেই এ সমঝোতার উদ্যোগ নেয়া হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বৈশ্বিক সংগঠনগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি।
তিনি আরও বলেন, জাতিসংঘকে আরও গণতান্ত্রিক ও বৈচিত্র্যমণ্ডিত করতেও এটি দরকার।
উন্নয়নশীল দেশের জোট জি-৭৭-এর চেয়ারম্যানের পদ ইকুয়েডরের কাছ থেকে মিসরের গ্রহণ উপলক্ষে গত শুক্রবার আয়োজিত একটি অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে তিনি এই সংস্কারের ডাক দেন।
জাতিসংঘকে আরও গণতান্ত্রিক ও ক্ষমতার ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলতে এবং এর সব সংস্থার আঞ্চলিক প্রতিনিধিত্বে আরও কার্যকর বৈচিত্র্য আনতে জি-৭৭-এর আকাঙ্ক্ষাকে সমর্থন করেন বলে জানান আন্তোনিও গুতেরেস।
তিনি বলেন, আর অবশ্যই এই আকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি।