ভারতের মুম্বাইয়ের উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ ব্যক্তি নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন(ওএনজিসি)এর মালিকানাধীন ছিল।
নিহতদের মধ্যে কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে। শনিবার সকালে এই দূর্ঘটনা ঘটে।
উপকূল রক্ষীবাহিনী জানায়, কোম্পানির ওই কর্মকর্তার নাম পঙ্কজ গর্গ। সকাল সোয়া ১০টার দিকে জুহু থেকে ওএনজিসির পাঁচকর্মী ও দুই পাইলটকে নিয়ে মুম্বাই হাই নর্থ ফিল্ডের উদ্দেশে রওনা হয়েছিল ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫ এন ৩ হেলিকপ্টারটি।
তবে, জুহু থেকে উড়ার ১৫ মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা যায়, হেলিকপ্টারটিতে দুই পাইলট ছাড়াও ওএনজিসির ৫ কর্মকর্তা ছিলেন। ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
উদ্ধারকারী দলের এক কোস্ট গার্ড জানান, হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই উদ্ধারকারী জাহাজ আইএনএস তেগ ও পি-৮আই বিমান উদ্ধারকাজে নামে। এর ৪ ঘণ্টা পরেই মুম্বাই উপকূলের অদূরেই উপকূলরক্ষী বাহিনী হেলকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।
তথ্যসূত্র: এনডিটিভি
এসএস/