আওয়ার ইসলাম: ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফরে লাভবান হতে পারে ভারতের বাণিজ্য ও প্রতিরক্ষা৷ কোটি টাকার ইজরায়েলি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চুক্তি সাক্ষর হতে পারে দুই দেশের মধ্যে৷ আজ রবিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ভারত সফরে আসছেন৷
ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের অবস্থানের সমালোচনা করেন৷ মার্কিন মুলুক সিদ্ধান্ত নিয়েছে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে৷ সেই সিদ্ধান্ত সমর্থন করেনি ভারত৷ তবে ড্যানিয়েল জানিয়েছেন, দিল্লির দৃষ্টি ভারত-ইজরায়েল সম্পর্কের উপর প্রভাব বিস্তার করতে পারে না৷
৬ দিনের সফরে ভারতে আসছেন নেতানইয়াহু৷ সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন৷ গুজরাত ও মুম্বই সফরেও যাবেন তিনি৷ ড্যানিয়েল জানিয়েছেন, মেক ইন ইন্ডিয়াকে সমর্থন করে ইজরায়েল৷ কারণ এর ফলে ভারত ও ইজরায়েলের মধ্যে পার্টনারশিপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
গত নভেম্বরে প্রতিরক্ষা মন্ত্রক ইজরালেয়েল স্পাইক মিসাইল কেনার কথা প্রত্যাহার করে৷ ইজরায়েলের রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের আওতায় ছিল প্রজেক্টটি৷ এখন শোনা যাচ্ছে সরকার এখন G-to-G রুটে মিসাইলগুলো কেনার কথা ভাবছে৷
কোলকাতা নিউজ
এইচজে