শাহনূর শাহীন: আজ রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিত ৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বেলা ১১টায় আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত পরিচালনা করবেন, কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান। বিশ্বস্ত সুত্রে আওয়ার্ সিলাম এ তথ্য নিশ্চিত হয়েছে।
প্রতিবছর আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ান করা হয়ে থাকে, এবছরও হবে। এবছর তা করবেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন। সব মিলিয়ে এবারের আখেরি মোনাজাত ও হেদায়াতি বয়ান দুটোই হবে বাংলায়।
গত শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম দফা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।
শনিবার দুপুরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ শনিবার দুপুরে জানিয়েছিলেন, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
এ জন্য আজ মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে। সাময়িক অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী।
এসএস/