আওয়ার ইসলাম : এবার চীনা কমিউনিস্ট সরকারের বিদ্বেষের শিকার হলো খ্রিস্ট চার্চ। অবৈধভাবে নির্মাণের অভিযোগে চীনা কর্তৃপক্ষ খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি চার্চ ভেঙ্গে ফেলেছে।
উত্তর চীনে অবস্থিত জিনডেংটাই নামে বিশাল একটি চার্চ ধ্বংস করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
তারা বলেছে অবৈধভাবে নির্মিত হওয়ায় চার্চটিকে ধ্বংস করা হয়েছে। এটি শহরব্যাপী পরিচালিত অবৈধ স্থাপনা ধ্বংসের অংশ হিসেবেই ভাঙা হয়েছে বলে দাবি তাদের।
চীনের কমিউনিস্ট সরকার ধর্মীয় কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি করে থাকে। বিশেষত মুসলিম বিদ্বেষ সেখানে চরমে।
এ চার্চটির ভেঙে ফেলার ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে চার্চটির লাল রঙের বিশাল আকারের ক্রস মাটিতে ভেঙে পড়েছে। ভেঙে ফেলার সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। চার্চটি ভাঙার জন্য বিস্ফোরক ব্যবহৃত হয়।
২০০৯ সালে চার্চটি যখন প্রায় নির্মিত হয়ে গেছে তখন এটি কর্তৃপক্ষের নজরে পড়ে। এরপর স্থানীয় খ্রিস্টানদের বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের কয়েকজনের জেলও হয়। এবার সেই চার্চটি ভেঙে ফেলা হলো।