আওয়ার ইসলাম : জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
আজ রোববার বেলা ১টায় কারিগরি ও মাদরাসা বিভাগে মন্ত্রীর কক্ষে এই বৈঠকে শিক্ষকদের পক্ষে অংশ নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী ও মহাসচিব কাজী মোখলেসুর রহমান।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ এই বৈঠকের আগে শিক্ষকনেতারা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে আলাদা বৈঠক করেন। এখন যৌথভাবে এই সভাটি হচ্ছে।
আজ ষষ্ঠ দিনের মতো প্রেসক্লাবের সামনে অনশন অব্যাহত রেখেছেন মাদরাসা শিক্ষকরা।
মাদরাসা শিক্ষা বোর্ডের নিবন্ধিত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি অনশন শুরু করে করেন তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ৯ জানুয়ারি থেকে তাঁরা আমরণ অনশন শুরু করেন।