আওয়ার ইসলাম : মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশের আলেম-উলামাসহ সর্বশ্রেণির মানুষ সহযোগিতা করেছেন। সবার সহযোগিতায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে।
গতকাল শনিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয় শত বছরপূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু তবে ধর্মান্ধ নয়। সারা বিশ্বে একটা প্রশান্তি ও শান্তির জায়গা হিসেবে বাংলাদেশ প্রমাণিত হয়েছে। শত প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলার পরও বাংলাদেশে একটা শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।
তিনি আরও বলন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই আমরা বাংলাদেশি।
দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে এবং দেশের মানুষের সেবা করতে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে হবে বলে মন্ত্রী মন্তব্য করেন।
স্কুলের শত বছরপূর্তি উপলক্ষে মন্ত্রী বলেন, ১৮১৭ সালে দুই গ্রামের মানুষ মিলে এ স্কুল প্রতিষ্ঠিত করেছে। এ অঞ্চলের মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে। আজকে দুই গ্রামের মানুষ আর স্কুল দুটোই সমানভাবে এগিয়ে গেছে। এ স্কুলের শিক্ষার্থীরা অনেক বড় বড় জায়গায় অধিষ্ঠিত হয়েছে।
লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহসিন নাজিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী বেলাবো আসনের এমপি নরুল মজিদ মাহামুদ হুমায়ন, স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, শিবপুর যুবলীগের আহ্বায়ক তাজুল ইসলাম মোল্লা, নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলু রায়, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।