আওয়ার ইসলাম: গতকাল শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল মারকায মসজিদে তাবলিগ জামাতের মুরব্বিদের এক পরামর্শসভায় আগামী বছর বিশ্ব ইজতেমা শুরুর তারিখ ১১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
তারিখ নির্ধারণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছন কাকরাইলের মো. গিয়াস উদ্দিন।
তিনি বলেন, ‘তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের এক সভার সিদ্ধান্ত মতে আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১১, ১২ ও ১৩ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ১৮, ১৯ ও ২০ জানুয়ারি।’
চলমান বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ ফজর মাওলানা মো. নূরের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
আগামী কাল রোববার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।
সব কিছু ঠিক থাকলে চার দিন বিরতি দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা শুরু হবে ১৯ জানুয়ারি, যা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২১ জানুয়ারি।
এইচজে