আওয়ার ইসলাম : পাচঁ দিনের সফরে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।
জানা যায়, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম তিনি বাইরের কোনো দেশ সফর করছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি ঢাকায় সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। চট্টগ্রামের রাউজানে সূর্য সেনের পৈত্রিক বাড়িতে যাবেন তিনি। ভারতের সাবেক রাষ্ট্রপতি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে আসছেন।
১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন প্রণব মুখার্জি। তিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরও তার ভূমিকা উল্লেখযোগ্য।
আরএম/