আওয়ার ইসলাম : দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর কার্যনির্বাহী কমিটি পূর্ণগঠন উপলক্ষে বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ১১ টায় কাযনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক ফোরাম (জাসাফ) এর সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংস্কৃতিক ফোরাম (জাসাফ) এর সাধারণ সম্পাদক কাজী অরিফুর রহমান, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন ও দাবানলের সাবেক প্রধান পরিচালক আনিসুর রহমান শিপলু্ প্রমুখ।
বৈঠক থেকে ‘দাবানল শিল্পীগোষ্ঠী’র ২০১৮ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রধান পরিচালক নির্বাচিত হয়েছেন মুফতি আনিস আনসারী এবং পরিচালক নির্বাচিত হয়েছেন কাউসার আহমদ সোহাইল, নির্বাহী পরিচালক দেলোয়ার হোসাইন।
সাংগঠনিক সম্পাদক কে এম ইমরান হোসাইন, সংগীত পরিচালক তারেক মাহমুদ, সহকারী সংগীত পরিচালক রাকিবুল হাসান আনসারী,প্রশিক্ষণ সম্পাদক সাইফুল্লাহ সাহাল, আবৃত্তি, উপস্থাপনা ও নাট্য পরিচালক : মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রকাশনা সম্পাদক জামিল আহমদ।
তথ্য ও মিডিয়া পরিচালক মাহফুজুর রহমান মাহমুদ, সহকারী তথ্য ও মিডিয়া পরিচালক আমিনুল ইসলাম, প্রচার ও যোগাযোগ দেলোয়ার বিন রফিক, হ: প্রচার ও যোগাযোগ : জাফরুল্লাহ, পরিচালক শিশু বিভাগ : আবদুল্লাহ আস সাকিব, সহকারী পরিচালক শিশু বিভাগ : যোবায়ের বখতিয়ার ও মানজুর হাসান, পরিচালক ক্বেরাত বিভাগ : মনোযার হোসাইন জসিম, সহকারী পরিচালক ক্বেরাত বিভাগ : রবিউল ইসলাম আরাফাত ও আল আমিন সাদী, দপ্তর সম্পাদক : শাহ আলম শিকদার ও শাহাদাত হোসাইন, আবদুল ওয়াহিদ, জাহিদ হাসান, আলম আদনান সদস্য করে এই কমটি গঠন করা হয়।