আওয়ার ইসলাম
ডেস্ক
গত ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের হামলা ও সংঘর্ষে প্রায় ২০ জন ফিলিস্তিনি মারা গেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে এ খবর দিয়েছে ইরানভিত্তিক বার্তা সংস্থা প্রেস টিভি।
সর্বশেষ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের গুলিতে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে এ দুই ফিলিস্তিনি কিশোর নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি সেনাদের গুলিতে গাজা সীমান্তের আল-বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ১৬ বছর বয়সী আমির আবদুল হামিদ আবু মুশাইদ নামে এক কিশোর মারাত্মকভাবে আহত হন। সেনারা তার বুকে গুল করে বলে জানান কিদরা। তাকে গাজার দেইর আল-বালাহ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
এদিকে, পশ্চিম তীরের নাবলুস শহরে একদল বিক্ষোভকারীর ওপর সেনারা গুলি চালালে আলী ওমর নিমর কিনো নামে ১৭ বছরের এক তরুণ শহীদ হন। সূত্র: প্রেসটিভি