আওয়ার ইসলাম: টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার আগের দিন বৃসহস্পতিবার দুই মুসল্লির মৃত্যু হয়েছে। একজন গাড়িচাপায় আর অন্যজন শ্বাসকষ্টে মারা গেছেন বলে জানা যায়।
টঙ্গী থানার এএসআই মো. আলমগীর নাজির আজ মিডিয়াকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় আব্দুল মামুন ওরফে মনা (৩৩) নামের এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান।
নিহত মামুন ঢাকার পশ্চিম আগারগাঁও এলাকার বাসিন্দা কেরামত আলীর ছেলে বলে তিনি জানান।
এছাড়া আজিজুল হক (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী জানিয়েছেন।
তিনি চিকিৎসকের বরাতে বলেন, “আজিজুল শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।”
তার বাড়ি মাগুড়ার শালিখা থানার হবিশপুর গ্রামে। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে বলে তিনি জানান।