হাওলাদার জহিরুল ইসলাম: ভারতীয় হাইকোর্টের কড়াকড়ির পর উত্তর প্রদেশের পুলিশ মসজিদ, মাদরাসা, মন্দির, গুরুদোয়া(শিখদের ধর্মীয় ইবাদতগাহ)সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও প্রতিষ্ঠানে নোটিশ পাঠাতে শুরু করেছে।
সেই ধারাবাহিকতায় গতকাল বুধবার ভারতের দারুল উলুম দেওবন্দে লাউড স্পিকারের আবেদন করতে তিনটি নোটিশ পাঠানো হয়েছে। এতে দেওবন্দের মসজিদে রশিদ, ছাত্তা মসজিদ ও মসজিদে কদিমের নাম রয়েছে।
এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন, তিনটি নোটিশই দেওবন্দে পৌঁছেছে। আমরা হাইকোর্টের আদেশের প্রতি শ্রদ্ধাশীল।নিয়ম অনুযায়ী দায়িত্বশীলদের কাছে আবেদন করা হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগে লাউড স্পিকার বিষয়ে সরকার আইন পাশ করলে বিভিন্ন ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠাতনের দায়িত্বশীলগণ বেশ উদ্বেগ প্রকাশ করেন। সে বিষয়ে মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন. এখানে উদ্বেগ বা আতঙ্কের কিছু নেই।
রোজনামা আখবার