মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক
মালয়েশিয়ায় হারামাইন শরিফাইন পরিচালনা-পর্যবেক্ষণে আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি মালয়েশিয়ায় মক্কা, মদিনা ও ইসলামের ঐতিহাসিক স্থানসমূহের পরিচালনা পর্যবেক্ষণ করবে।
বোর্ড জানায়, রাজনৈতিক হীন উদ্দেশ্যে পবিত্র ভূমি যাতে ব্যবহার না হয় সেই জন্যই তারা চেষ্টা করবে।
এই কমিটি তাদের বিবৃতিতে জানায়, সৌদিতে সম্প্রসারণের নামে মক্কা-মদিনায় ইসলামী পরিচিতিমূলক নিদর্শন মুছে ফেলার চেষ্টা রোধে তারা চেষ্টা করে যাবে।
এই কমিটি এটা নিশ্চিত করার জন্য কাজ করে যাবে, যাতে করে সকল ইসলামী রাষ্ট্র হজ্ব ও ওমরাতে অংশগ্রহণের ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক ভাগ পায়।
কমিটি জানায়, সৌদির গত একশত বছরব্যাপী রাজনৈতিক উদ্দেশ্যে এই পবিত্র ভূমির ব্যবহারে এক জরিপ চালানো হবে এবং সে অনুসারে সৌদিকে তারা সুপারিশ মালা দিবে।
সূত্র : আলজাজিরা