অনলাইন ডেস্ক: দিল্লির তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভীকে কেন্দ্র করে ঢাকায় উদ্ভূত পরিস্থিতিতে সরকার নাক গলাতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার (১০ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে বলেন, ‘তারা যে দুই ভাগ হয়েছে, আমরা উভয় অংশকেই মেলানোর অনেক চেষ্টা করেছি। এখন তাতে যদি কাজ না হয়, তাহলে আমাদের কী করার আছে?’
এক্ষেত্রে সরকারের করণীয় কী জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা একত্র হয়ে যা সিদ্ধান্ত দেবেন, আমরা সেটাই শুনবো। আমরা নাক গলাতে চাচ্ছি না। এখানে আমরা কোনও দলের সঙ্গে একত্র হতে চাই না। তাদের ওপর কিছু চাপিয়ে দিতে চাচ্ছি না।’
সমস্যার সমাধান না হলে সরকারের ভূমিকা প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তারা একত্র হয়ে আসতে পারলে সমাধান হবে, না হলে না হবে। তবে আমরা নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করবো। পর্যাপ্ত ব্যবস্থা রাখবো।’
অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি তো আশা করি, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। তাদের মাথায় শুভবুদ্ধির উদয় হবে। দেখি।’
তাবলিগ জামাতের মূলকেন্দ্র দিল্লির মারকাজ বা নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভির টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বুধবার ঢাকায় আসেন।
তাকে ঠেকাতে কওমি মাদ্রাসা ও তাবলিগের একাংশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভে নামে। উত্তেজনা দেখা দেয় কাকরাইল মসজিদের সামনেও।
এরই মধ্যে মাওলানা সা’দের ইজতেমায় অংশগ্রহণ ঠেকানোর ঘোষণা দেয় বেফাক (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)। তাদের ডাকে ইজতেমা মাঠের মঞ্চ পাহারা দেবেন কওমি মাদ্রাসার চার হাজারের মতো শিক্ষার্থী।
আর কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিতে প্রস্তুত মাদ্রাসার দুই হাজার ছাত্র। এ অবস্থায় সরকারের মধ্যস্থতা চেয়েছে তাবলিগ জামাতের একাংশ।
সুত্র: বাংলা ট্রিবিউন
দিনভর উত্তেজনা ও নাটকীয়তা; কী হবে কাল?
এসএস/