শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

‘জমিয়তের নামে আজকের কনভেনশন অবৈধ ও অসাংবিধানিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের নামে যেই কনভেশন হয়েছে, সেটাকে সম্পূর্ণ অসাংবিধানিক ও অবৈধ উল্লেখ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী।

তিনি বলেন, অবৈধ এই কনভেনশনের সাথে বাংলাদেশের হক্কানী উলামায়ে কেরামের ঐতিহ্যবাহী প্রাণের সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ন্যুনতমও কোন সম্পর্ক নেই। এই কনভেনশন ও তার ঘোষিত যাবতীয় সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ ও বিভ্রান্তিকর।

আজ বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে জমিয়ত সভাপতি আল্লামা আব্দুল মু’মিন আরো বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে এই দলের নিবন্ধন নম্বর হচ্ছে ২৩ এবং দলের সভাপতি হচ্ছি- আমি আব্দুল মুমিন এবং মহাসচিব হচ্ছেন- আল্লামা নূর হোসাইন কাসেমী। দলের শক্তিশালী মজলিশে শূরা ছাড়াও ১০১ সদস্য বিশিষ্ট আমেলা তথা কার্যকরী কমিটি রয়েছে। এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের একটি দলীয় সংবিধান ও গঠনতন্ত্র রয়েছে।

বিবৃতিতে আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী আরো বলেন, জমিয়তের গঠনতন্ত্রের আলোকে কোন শূরা ও আমেলা বৈঠক, কিংবা দলের মজলিশে উমুমী তথা কেন্দ্রীয় সভা-সমাবেশ ও কনভেনশন আহবানের অধিকার পদাধিকার বলে কেবল আমারই রয়েছে। অথবা আমার অনুমোদন ক্রমে একমাত্র দলের মহাসচিব এ ধরনের বৈঠক বা সমাবেশ ডাকার বৈধ অধিকার রাখেন।

দেশে এই প্রথম আধুনিক চিকিৎসার সমন্বয়ে নববি চিকিৎসা হিজামা

জমিয়ত সভাপতি বলেন, আমি এবং আমার দলের মহাসচিব, এমনকি মজলিশে আমেলার অবগতি ছাড়া প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ীভাবে সম্পূর্ণ বহিষ্কৃত নেতা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস এবং দলীয় শৃঙ্খলা বিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে শোকজপ্রাপ্ত সহসভাপতি মাওলানা মনসূর হাসান রায়পুরী ও শোকজপ্রাপ্ত যুগ্মমহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান জমিয়তের নামে কোনরূপ কনভেনশন আহবানের বৈধ অধিকারই রাখেন না।

সুতরাং আজ জাতীয় প্রেসক্লাবের বেআইনি ও অবৈধ এই কনভেনশনের ঘোষিত কমিটির ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য জমিয়তের সকল নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আমি আহবান জানান।

তিনি আরো বলেন, শুনলাম- এই অবৈধ কনভেনশনের ঘোষিত কমিটিতে আমাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। যা আমার সাথে ধৃষ্টতা ও নিরেট তামাশা ছাড়া অন্য কিছু নয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মুফতি ওয়াক্কাসের নেতৃত্বে কনভেনশন; নতুন কমিটি ঘোষণা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ