শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

মাওলানা সাদ ইস্যুতে বৈঠক চলছে; আসতে পারে কঠোর কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে আলেমদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে।

আজ (১০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং বেফাকের নেতৃবৃন্দ  উপস্থিত হয়েছেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফাকের যুগ্ম মহাসচিব ও জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

জানা যায়, দিল্লি নিজামুদ্দিন তাবলিগ মারকাজের মুরুব্বি মাওলানা সাদকে  ঘিরে দেশের আলেম সমাজের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে মাওলানা সাদের আপত্তিকর বক্তব্য ও বয়ান থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে আসছেন বিশ্বের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ ও বাংলাদেশের ওলামায়ে কেরাম।

মাওলানা সাদ উলামায়ে কেরামের শর্ত অনুযায়ী তার বক্তব্য প্রত্যাহার না করায় দেওবন্দ এবং বাংলাদেশের ওলামায়ে কেরামগণও তার ব্যাপারে সন্তুষ্ট হয়নি।

বিপরীতে তার বক্তব্য প্রত্যাহার না করা এবং নিজামুদ্দিন মারকাজের বাইরে থাকা তাবলিগের শীর্ষ মুরুব্বিদের সাথে সমঝোতা না করেই এবারের ইজতেমায় মাওলানা সাদ অংশগ্রহণ করছেন। আজ বুধবার বিকালে তিনি ইজতেমায় যোগদান করবেন বলে জানা যায়।

এদিকে,  ইজতেমায় মাওলানা সাদে’র  অংশগ্রহণকে নিয়ে কাকরাইল শূরাদের মাঝেও মতবিরোধ দেখা দিয়েছে। ওলামায়ে কেরামও মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ না করার পক্ষেই সরকারকে প্রস্তাব করেছেন।

এরপরও,  সব বাধা বিপত্তি এবং জল্পনা-কল্পনার ্অবসান ঘটিয়ে আজ বুধবার বিকেলে ইজতেমায় তিনি অংশগ্রগহণ করবেন বলে জানা যায়।

এ নিয়ে আলেমরাও দফায় দফায় বৈঠক করছেন। গতকাল রাত ১১টায় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডীর কলাবাগানের বাসভবনে আলেমদের একটি প্রতিনিধ দল জরুরি বৈঠক করেছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

এদিকে,  আজ সকাল ৯টা থেকে দেশের শীর্ষ ওলামা কেরাম এবং বেফাকের নেতৃবৃন্দ-এর উপস্থিতিতে বেফক কার্যালয়ে বৈঠক চলছে।

ধারণা করা হচ্ছে, এই বৈঠক থেকে মাওলানা সাদকে ইজতেমায় অংশগ্রহণ না করতে দেওয়া এবং বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার জন্য দেশের আলেমসমাজের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা আসতে পারে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ