হাওলাদার জহিরুল ইসলাম
বেফাক অফিস থেকে
ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর আসাকে কেন্দ্র করে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সামনে বিক্ষোভের পর সংবাদ সম্মেলন করেছেন দেশের শীর্ষ আলেমগণ।
উক্ত সংবাদ সম্মেলনে ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, মাওলানা সাদকে ঘিরে বাংলাদেশের মাটি আজ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে তাতে যে কোন পরিস্থিতর সৃষ্টি হতে পারে তখন এর দায়ভার কে নেবে?
তিনি বলেন, বাংলাদেশের আলেম উলামা দেশ প্রেমিক ও শান্তি প্রিয়। আমাদের সরকারও শান্তির ব্যবস্থা করে দেবে বলে আমরা আশাবাদী। আমরা মনে করি উদ্ভুত পরিস্থিতিতে যেভাবে শান্তি বজায় থাকবে উলামায়ে কেরামের পরামর্শে আমাদের সরকার তাই করবেন।
তিনি বলেন, আমি পরিস্কার করে বলছি, শীর্ষ উলামা ও কাকরাইলের মুরুব্বীদের নিয়ে যাত্রাবাড়ীতে যে সিদ্ধন্ত হয়ে তার বিপরীতে বা সেসিদ্ধন্তকে পাশ কাটিয়ে কোন কিছু করা হলে আলেম উলামা, সারা দেশের তাবলিগের সাথী কেউই মেনে নেবে না। প্রয়োজনে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাতে হবে। তবুও এই বিতর্কিত মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।
আমরা তাবলিগ জামাতের কল্যাণ চাই। কোন একক ব্যক্তির কারণে তাবলিগের কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে না।
যদি মাওলানা সাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নেয়া হয় তাহলে উলামায়ে কেরাম যে কোন কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
এছাড়া সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মুফতি কেফায়েতুল্লাহ, বাইতুন মাদরাসার মুহতামিম মুনিরুল ইসলাম, বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ, অন্যান্য উলামায়ে কেরাম ও কাকরাইলসহ যাত্রবাড়ী মারকাযের মুরুব্বীগণ।