বিমানবন্দর থেকে উবায়দুল্লাহ সাআদ: আছরের নামাজের মধ্য দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদরাসার মুহাতামিম ও তাবলীগের উপদেষ্টা সদস্য মাওলানা আবদুল কদ্দুস বলেন, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো মাদরাসার ছাত্র তাবলিগ জামাতের সাধারণ মুসুল্লিরা পাহাড়ায় থাকবেন যেন সাাদ সাহেব ইজতেমার ময়দানে না যেতে পারেন।
তিনি বলেন, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সীমানার জন্যে আমির নির্ধারণ করা হয়েছে টঙ্গী দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল করীমকে।
মহাখালী থেকে কাকরাল পর্যন্ত সমস্ত মাদরাসার ছাত্র ও তৌহিদি জনতাকে কাকরাইল অবস্থানের কথা বলা হয়েছে যার নেতৃত্ব দিবেন মাওলানা মাহফুজুল হক।
সকাল থেকে চলতে থাকা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন হাজার হাজার তাবলিগের সাথী, মাদরাসার শিক্ষার্থী ও উলামায়ে কেরাম।
বিক্ষোভে বক্তব্য দেন ঢাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।
এর আগে বিকাল চারটার দিকে মাওলানা সাদ বিমানবন্দর থেকে কাকরাইল পৌঁছেন। তাকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মাধ্যমে কাকরাইল মসজিদে পৌঁছানো হয়।
জানা গেছে, সেখানে আলেমদের সঙ্গে তিনি বৈঠক করবেন।
উত্তরার বিক্ষোভে উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন তাবলিগের উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, জামিয়া নূরিয়ার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল করিম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, বাবুস সালামের মুহতামিম মাওলানা আনিসুর রহমান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক শরীফ মুহাম্মদসহ অসংখ্য আলেম।
কাকরাইল মারকাজে পৌঁছেছেন মাওলানা সাদ