আবদুল্লাহ তামিম: সৌদি আরবের বাদশাহ সালমান ফিলিস্তিনি জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দিয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, বাদশাহ সালমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি ফিলিস্তিনিদের বৈধ অধিকার নিয়ে সৌদি আরবের দৃঢ় অবস্থানের ওপর জোর দেন এবং ফিলিস্তিনের রাজধানী জেরুসালেমকে স্বীকৃতি প্রদানের পক্ষে তার বক্তব্য সুস্পষ্ট করেন যে, আমরা জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে দেখতে চাই।
ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য ও জনগণের সমর্থনের জন্য আব্বাস বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান।
সূত্র: আরব নিউজ