শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইরান নীতিতে সৌদি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ইস্যুতে মিত্র দেশ যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সৌদি আরবের কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

ইমানুয়েল ম্যাক্রো’র অভিযোগ এই তিন দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করতে চায়। খবর বার্তা সংস্থা রয়টার্স।

বেশ কয়েকদিন ধরেই ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ নিয়ে ইরাকের ব্যাপক সমালোচনা করে।

ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের মিত্র দেশ যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সৌদি আরব ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়ায় এই তিন দেশের সমালোচনা করে বলেন, এই দেশগুলো ইরানের ব্যাপারে যুদ্ধংদেহী অবস্থান নিয়েছে। তিন দেশই ইরানকে বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে একঘরে করার চেষ্টা করেছে।

ম্যাক্রো বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সৌদি আরব, যারা বিভিন্নভাবেই আমাদের মিত্র, তাদের নেয়া আনুষ্ঠানিক অবস্থান প্রায় নিশ্চিতভাবেই আমাদেরকে যুদ্ধের দিকে ধাবিত করবে।’ তিনি আরো বলেন, এই দেশগুলোর মধ্যে কেউ আবার উদ্দেশ্যমূলকভাবেই এমন কৌশল হাতে নিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে প্রবর্তিত সরকারি ব্যয় সংকোচনের নীতির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। তবে এই বিক্ষোভ পরে রক্তাক্ত পথে মোড় নেয়। আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ এ নিয়ে ইরানের সমালোচনা করায় ফরাসি প্রেসিডেন্ট এই ইস্যুতে তেহরানের সঙ্গে সংলাপের আহ্বান জানান।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ