শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইরানে বিক্ষোভ দমনে ধরপাকড়; গ্রেফতার ৩৭০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের এক সংস্কারবাদি আইনজীবী মাহমুদ সাদেগি বলেছেন, দেশটিতে বিক্ষোভ দমনে এ পর্যন্ত ৩ হাজার ৭’শ জনকে আটক করা হয়েছে। খবর আল-আরাবিয়া-এর।

মঙ্গলবার তিনি ইরান সংসদের এক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেন। বিক্ষোভ দমনে পুলিশ ছাড়াও এ্যান্টি রায়ট স্কোয়াডস, প্যারামিলিটারি রিভল্যিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে। এছাড়া বাসিজ স্বেচ্ছাসেবকরা মোটর সাইকেলে চড়ে টহল দিচ্ছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দোলরেজা রাহমানি ফাজলি এর আগে জানান, সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ৪২ হাজার মানুষ অংশ নেয়। সেদিক থেকে সাদেগির দেওয়া গ্রেফতারকৃতদের সংখ্যা অনুযায়ী ১০ ভাগ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে আটকদের মধ্যে দুই দফায় ১৪০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

সূত্র : আল-আরাবিয়া/ আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ