দাবি আদায়ের ২য় দিনে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ মাদরাসা শিক্ষক। নিজেদের দাবি-দাওয়া আদায়ে প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পযন্ত তাদের অনশন অব্যাহত থাকবে জানিয়েছেন শিক্ষক নেতারা।
আজ বুধবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এই ৬ শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশন শুরু করেন মাদরাসার প্রায় ৩ হাজার শিক্ষক।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো একই সিলেবাসে ইবতেদায়ি শিক্ষার্থীরা অংশ নিলেও ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তেমন বেতন-ভাতা পান না।
তিনি আরও বলেন, সারা দেশের প্রায় ১০ হাজার মাদরাসার মধ্যে মাত্র দেড় হাজার মাদরাসার শিক্ষকগণ সামান্য ভাতা পান। বাকিরা বঞ্চিত হচ্ছেন।
তাই এবার প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো আমরা।