আওয়ার ইসলাম : বিশ্ব ইজতেমায় দেশের দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে গতবছর ১৯৫ টি বাস দিয়েছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মনোয়ার হোসেন ডিপজল। তবে তবে আসন্ন বিশ্ব ইজতেমায় ৫০টির বেশি বাস দিতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেন তিনি। জানা গেছে, ইজতেমার প্রথম পর্বও দ্বিতীয় পর্বের জন্য ডিপজলের নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে এই বাস সার্ভিস বরাদ্দ থাকবে।
তিনি বলেন, 'আপনাদের সকলের দোয়ায় এখন আমি ভালো আছি। আপনারা দয়া করেছেন বলেই আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমার সামর্থ অনুযায়ী আল্লাহ'র রাস্তায় যতটুকু সম্ভব কাজ করে যাবো। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।'
দেড় মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে নভেম্বরে দেশে ফেরেন ডিপজল। এখন অনেকটাই সুস্থ আছেন জানিয়ে কালের কণ্ঠকে বলেন, 'আল্লাহ চেয়েছেন বলে আমি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।'
উল্লেখ্য, এর আগের বিশ্ব ইজতেমায় মনোয়ার হোসেন ডিপজল ১৯৫ টি বাস দিয়েছিলেন। যার ফলে দেশের দূর দূরান্তের অসংখ্য মুসল্লি সহজে ইজতেমায় অংশ নেয়। তবে এবার বাস বিক্রি করে দেয়ায় ডিপজলের মন খারাপ। আগামীবার আবার চেষ্টা করবেন বলেও কালের কণ্ঠকে তিনি জানান।
আরএম/