শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু

৬ দফা দাবিতে বিহারি জনগোষ্ঠীর মানববন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে বসবাসরত ৭০ টি ক্যাম্পের বিহারি জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বিহারিদের সংগঠন এসপিজিআরসি বাংলাদেশ।

গতকাল রবিবার ৭ জানুয়ারি সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এসপিজিআরসি বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল স্মারকলিপিসহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বিহারিদের পুনর্বাসনের জন্য দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এসময় তিনি আরো বলেন, প্রস্তাবিত রিলিফ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করা হবে।

[caption id="" align="alignnone" width="604"] স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিহারি নেতৃবৃন্দ[/caption]

এসপিজিআরসি বাংলাদেশ'র সাধারণ সম্পাদক এম শওকত আলী’র সভাপতিত্বে মানববন্ধনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহীদ, শমসের আলী, নুর হোসেন, রাশেদ, মিরাজ, মো. মাহতাব, আলী মোহাম্মদ, কলিম, আমির প্রমুখ।

এম. শওকত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বিহারিদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় বিহারিদের ক্যাম্প উচ্ছেদের যে ষড়যন্ত্র করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করে ক্যাম্পবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করা হোক।

মানববন্ধনে উত্থাপিত ৬ দফা দাবি হলো, স্থায়ী পুনর্বাসন, জোরপূর্বক উচ্ছেদ বন্ধ, বিদ্যুৎ ও পানির সুবিধা বহাল রাখা, শিক্ষিত ও বেকারদের জন্য চাকুরী-কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে ঢাকা জেলার মেয়াদ উত্তীর্ণ ও বিতর্কিত রিলিফ কমিটি বাতিল করে সৎ ও যোগ্য ব্যক্তির সমন্বয়ে নতুন রিলিফ কমিটি গঠন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ