আওয়ার ইসলাম: বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তব সম্মত নয় বলে মন্তব্য করেছেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেছেন, পৃথিবীর কোথাও কোনো গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক দেশে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নেই। বাংলাদেশেও এই মুহূর্তে এটা ভাবা অবাস্তব।
তবে ভবিষ্যতে হবে কিনা সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, ভবিষ্যতে এটা হবে কি হবে না সেটা বলা যাবে না।
রবিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা বিদ্যমান আছে সেটাই বিচার বিভাগের জন্য শ্রেয়।
এসএস/