আওয়ার ইসলাম
ডেস্ক
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অবস্থিত ‘ট্রাম্প টাওয়ারে’র ছাদে হঠাৎ করেই আগুন লেগেছে। স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ভবনটিতে আগুন লাগে। আগুনে একজন গুরুতর আহত হলেও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর দ্যা গার্ডিয়ানের।
অগ্নিকাণ্ডের সময় ট্রাম্প ভবটিতে ছিলেন না। এ সময় তিনি ওয়াশিংটনে ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। তার ছেলে এরিক ট্রাম্প জানিয়েছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছিল।
দমকল বিভাগ জানিয়েছে, অগ্নিকা-টি খুব গুরুতর নয়।
খবর পাওয়ার পর, প্রাথমিকভাবে ঘটনাস্থলে ৮৪ জন দমকলকর্মী আগুন নেভাতে পৌঁছান। কিন্তু এক ঘন্টা পরে মাত্র কয়েকজনকেই ছাদে দেখা যায়।
প্রসঙ্গত, টাওয়ারটিতে বেশ কয়েকটি বাসভবন ও ব্যবসায়িক কার্যালয় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পেরও সেখানে বাসভবন রয়েছে। আগুন লাগার সময় তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউজে অবস্থান করছিলেন।
আরএম/