আওয়ার ইসলাম: এবারের ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর আসা না আনার ব্যাপারে যাত্রাবাড়ীতে তাবলিগের শুরা ও উলামায়ে কেরামের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। তবে সেটি এখনো প্রকাশ করা হয়নি।
বৈঠক সূত্র আওয়ার ইসলামকে জানিয়েছে, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার সকালে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত এসেছে তা সরকারের কাছে হস্তান্তর করা হবে। তারা সেটি বিবেচনা করে পরবর্তীতে প্রকাশ করবেন।
রোববার সকাল আটটায় যাত্রাবাড়ী মাদরাসায় বৈঠকে বসেন তাবলিগ জামাদের শুরার ১১ সদস্য, আলেম উপদেষ্টা এবং ভারত সফরকারী প্রতিনিধি দল।
তারা দীর্ঘ বৈঠক শেষে আলোচনা পর্যালোচনার মাধ্যমে দীনের কাজে কল্যাণকর হয় এমন সিদ্ধান্তে পৌঁছেন বলে জানা যায়। তবে সেটি প্রশাসনকে না জানিয়ে প্রকাশ করা সমিচীন মনে করেননি। এ কারণে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আরও একদিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
এর আগে শনিবার প্রশাসনের উর্ধ্বতন সব কর্মকর্তা ও তাবলিগের শুরার সদস্য এবং উলামায়ে কেরামের প্রতিনিধিগণ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠকে ভারত সফরকারী দল তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। সে ভিত্তিতে শুরা ও উপদেষ্টা আলেমদের দায়িত্ব দেয়া হয় আজকের বৈঠকে চূড়ান্ত ফয়সালার।
মাওলানা সাদ বিষয়ে উত্তরার পরামর্শ সভায় ২ সিদ্ধান্ত