শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


ক্ষমতার লড়াইয়ে ফিরছেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারও প্রধানমন্ত্রিত্বের লড়াইযে নামার ঘোষণা করেছেন।

রবিবার (৭ জানুয়ারি) ৯২ বছর বয়সী মাহাথিরকে প্রার্থী ঘোষণা করেছে বিরোধী দলীয় জোট পাকাতান হারাপান।

আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বিরোধী দলীয় জোট পাকাতান হারাপানের দলগুলোর নেতারা রবিবার এক সভায় মাহাথিরকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ব্যাপারে সম্মতি প্রকাশ করেন।

জোট ক্ষমতায় আসলে বর্তমান বিরোধী দল দ্য পিপলস জাস্টিস পার্টি বা পার্টি কেয়াদিলান রাকায়াতের (পিকেআর) প্রধান আনোয়ার ইব্রাহিমকে রাজ ক্ষমা দিয়ে জেল থেকে মুক্তি দেয়া হবে বলেও একমত হয়েছেন জোটের নেতারা।

কারারুদ্ধ নেতা আনোয়ার ইব্রাহিম মুক্তি না পাওয়া পর্যন্ত মাহাথির ক্ষমতায় থাকবেন বলে জানান তারা। মাহাথির ছাড়াও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের জন্যে মনোনয়ন দেয়া হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ