শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


এক রায়ে সই করতে ৪ কলমের কালি শেষ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশুখাদ্য দুর্নীতি মামলায় ভারতের বিহার প্রদেশের প্রবীণ রাজনীতিক ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার বিহারের রাজধানী রাঁচীর সিবিআইয়ের বিশেষ আদালত এ রায় দেন।

একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

তবে এই রায়ের ২৪টি ফাইলে সই দেয়ার জন্য সিবিআই আদালতের বিচারক শিবপাল সিংকে ৪টি কলমের কালি শেষ করতে হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এমনই খবর দিয়েছে। আর তা নিয়ে দেশটিতে রসিকতাও কম হচ্ছে না।

এদিকে রায় ঘোষণার কিছুক্ষণ আগে লালুর ছেলে রাষ্ট্রীয় জনতা দলের (আরডিজে) নেতা তেজস্বী যাদব বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা নেই বলে জানান। তিনি বলেন, ‘বিচার বিভাগ তার দায়িত্ব পালন করছেন। রায় পর্যালোচনার পর আমরা হাইকোর্টে যাব এবং জামিনের আবেদন করবো।’

সূত্র : কলকাতা টুয়েন্টি ফোর

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ