শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইথিওপিয়ায় সব রাজনৈতিক বন্দীর মুক্তির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

আফ্রিকান দেশ ইথিওপিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিলি মারিয়াম গতকাল শনিবার সকালে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

তিনি জানান, গণতন্ত্র মজবুতকরণ, রাজনৈতিক ও জাতীয় ঐক্যমত সৃষ্টি এবং জাতীয় সমঝোতা লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে জাতীয় সরকারের জন্য গঠিত ৪ দলের প্রধানদের উপস্থিতিতে ঘোষণা দেন, যে সব রাজনীতিবিদদের বর্তমানে বিচার চলছে অথবা যাদের ব্যাপারে ইতোমধ্যে রায় এসেছে তাদের সকল মামলা তুলে নেয়া হবে।  তারা সাধারণ ক্ষমা পাবে।

তিনি আরো বলেন, রাজনৈতিক বন্দীদেরকে যে কারাগারে আটক রাখা হয়েছে, সেটাকে জাদুঘরে রূপান্তর করা হবে।

অবশ্য ইথুওপিয়ার রাজনৈতিক বন্দীদের সুনির্দিষ্ট কোন সংখ্যা জানা যায় না।

তাদের অধিকাংশই ২০১৫ সালে আগস্ট মাসে আমহারা এবং উরুমবিয়া অঞ্চলে সরকারবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে আটক করা হয়।

সেখানে প্রতিবাদকারীরা সরকারকে রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন।

মানবাধিকার কর্মীদের ভাষ্য মতে, বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে সুনির্দিষ্টভাবে দশ হাজারের উপরে মানুষদেরকে আটক করা হয়।

তারা আরো বলেন, যাদের মধ্যে দুই হাজার বন্দী এখনও কারাগারে রয়েছে।

সূত্র : আলজাজিরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ