রকিব মুহাম্মদ: আগামী ১২ জানুয়ারি শুরু হতে যাওয়া টঙ্গীর বিশ্ব ইজতেমায় দিল্লির নেজামুদ্দীন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী আসতে পারবেন কিনা এ নিয়ে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীতে বৈঠক চলছে।
রোববার সকাল থেকে তাবলিগ শুরার সদস্য, উপদেষ্টা কমিটি ও ভারত সফরকারী প্রতিনিধি দল বৈঠকে বসেন।
গতকাল ৬ জানুয়ারি বিকাল চারটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র সভাপতিত্বে ইজতেমা নিয়ে চলমান সঙ্কট সমাধানের জন্য গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গতকালের বৈঠকে অমিমাংসিত বিষয়গুলো নিয়ে আজকের এই বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
বৈঠকে উপস্থিত রয়েছেন, তাবলিগ জামাতের শুরার আলেম উপদেষ্টা বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর প্রিন্সিপাল মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ও মারকাজুদ দাওয়ার আমিনুত তালিম মুফতি আবদুল মালেক।
ভারত সফরকারী প্রতিনিধি দল ও আলেমদের মধ্যে উপস্থিত আছেন, তাবলিগ জামাতের শুরা সদস্য মাওলানা যুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কারী মাওলানা যুবায়ের আহমদ ও মাওলানা জিয়া বিন কাসেম।
এছাড়াও বৈঠকে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানী, আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী প্রমুখ উপস্থিত রয়েছেন।
জানা গেছে, গতকালের বৈঠকে আলোচনাধীন বিষয়গুলো চূড়ান্ত করতে আজকের বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ। সেখানে সিদ্ধান্ত হবে এবারের ইজতেমায় মাওলানা সাদ আসতে পারবেন কিনা।
বৈঠকের পরবর্তী আপডেট পেতে আওয়ার ইসলামে চোখ রাখুন
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর; চূড়ান্ত সিদ্ধান্ত রোববার