আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ৫ জানুয়ারির ভোট এবং ভোটারবিহীন নির্বাচন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। সেদিন নির্বাচনের নামে প্রহসন হয়েছিল।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে দেশের জনগণের মত প্রকাশের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ২০১৪ সালে কলঙ্কিত সেই নির্বাচনে ১৫৪ আসনে কোন ভোট হয়নি। বাকী আসনগলোতে যে নির্বাচন হয়েছে সেখানে ৯০ ভাগ ভোটার ভোট দিতে যায়নি।
তিনি বলেন, ৫ জানুয়ারির পরে দেশে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। আজকের চলমান রাজনৈতিক সংকটের মূলকারণ হচ্ছে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার না থাকা।
গতকাল শুক্রবার ৫ জানুয়ারী ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে বিজয়নরস্থ সংগঠনের কেন্দ্রীয় খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কাদের আরো বলেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়ে সংসদে বসে সরকার পরিচালনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
তিনি বলেন, নজিরবিহীন এই রাজনৈতিক সংকট উত্তরণে অনতিবিলম্বে সব দলের অংশগ্রহনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করতে হবে।
শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো আবদুল জলিল, ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা আবুল কাশেম, আলহাজ্ব হারুনূর রশীদ, এডভোকেট এনায়েত রাব্বী প্রমুখ।
এসএস/