আওয়ার ইসলাম
ডেস্ক
তাকফিরী ও সন্ত্রাসী চিন্তাভাবনা এবং ‘ইবনে তাইমিয়া’র তাকফিরি ফতওয়ার পর্যালোচনা ও মোকাবিলায় ‘ফতওয়া’ শিরোনামে অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মিসরের রেডিও কুরআন কর্তৃপক্ষ।
আল-ইয়াওম আস-সাবের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: তাকফিরী ও সন্ত্রাসী চিন্তাভাবনা এবং ‘ইবনে তাইমিয়া’ কর্তৃক অন্যকে কাফের আখ্যায়িত করে (তাকফির) প্রদত্ত ফতওয়ার পর্যালোচনা ও মোকাবিলায় ‘ফতওয়া’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মিসরের রেডিও কুরআন।
বিগত বছরগুলোতে মিসরে বিভিন্ন সন্ত্রাসী হামলার বিষয়টি বিবেচনায় রেখে মিসর কর্তৃপক্ষ উগ্রতাবাদীদের মূল সূত্র ইবনে তাইমিয়ার চিন্তাধারা এবং তার তাকফির বিষয়ক ফতওয়ার মোকাবিলার উদ্দেশ্যে এ জাতীয় অনুষ্ঠান মালা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ লক্ষ্যে তাকফিরি ও সন্ত্রাসী চিন্তাধারার মোকাবিলায় ‘ফতওয়া’ শিরোনামে রেডিও থেকে বিশেষ অনুষ্ঠান মালা প্রচারিত হবে।
মিসরের রেডিও কুরআনের পরিচালক হাসান সুলাইমান এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন। এতে বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানিয়ে তাকফিরী গোষ্ঠী কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংশয়ের জবাব প্রদান করা হবে।
সূত্র : ইকনা