আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
কাতার সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য শতভাগ মালিকানা অনুমোদন করেছে। নতুন বাণিজ্য আইনের অধীনে বিদেশি বিনিয়োগকারীগণ শতভাগ মালিকানার সুযোগ লাভ করলো।
পূর্বে বিদেশিরা সর্বোচ্চ ৪৯ ভাগ মালিকানা লাভ করতে পারতো।
তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বিদেশি বিনিয়োগ বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
কাতারের অর্থ ও বাণিজ্য মন্ত্রী শেখ আহমেদ বিন জসিম বলেছেন, অর্থনীতির গতি সচল করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে বহির্বিশ্বে কাতারের ভাবমূর্তি বাড়াবে এবং অন্যান্য দেশে কাতারের বাণিজ্যিক সুবিধা বাড়বে।
সম্প্রতি উপসাগরীয় ৪টি দেশের সঙ্গে কূটনৈতিক সংকট শুরু হওয়ার পর কাতার নানাভাবে বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর