আওয়ার ইসলাম: ইরাকের ভবিষ্যতে সামরিক সহায়তা বৃদ্ধি করবে যুক্তরাজ্য। এ বিষয়ে একমত হয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন ও ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ইরফান আল হিলাইলি।
বৃহস্পতিবার বাগদাদে এক বৈঠকে মিলিত হয়ে তারা এ বিষয়ে ঐক্যমত পেষন করেন। ইরাকি নিউজের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
লন্ডনে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, ‘দুই দেশ সামরিক সহযোগিতা বৃদ্ধি ও উন্নয়নের ব্যাপারে একমত হয়েছে। তারা ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়া, এবং নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে কৌশল বৃদ্ধির ব্যাপারে একমত হন’।
এসএস/