রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কাল তাবলিগের সঙ্কট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু: তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিরসনে ভারত সফরকারী বাংলাদেশি প্রতিনিধি দল শনিবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে প্রতিবেদন তুলে দিবেন বলে জানা গেছে।

তাদের প্রতিবেদন দেখে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে মাওলানা সাদ কান্ধলভির ইজতেমায় অংশগ্রহণসহ তাবলিগ জামাতের চলমান সংকটসমূহের ব্যাপার সিদ্ধান্ত দিবেন মন্ত্রী।

৬ ডিসেম্বর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তা এখনো চূড়ান্ত নয়।

একাধিক সূত্রে আওয়ার ইসলাম জেনেছে, বৈঠকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ভারত সফরের অভিজ্ঞতা ও লিখিত প্রতিবেদন তুলে ধরবেন ভারত সফরকারী প্রতিনিধি দল। প্রতিবেদনের উপর আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন মন্ত্রী।

বৈঠকে ভারত সফরকারী প্রতিনিধি দলের ৫ সদস্য, আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে তার ছেলে মাওলানা আনাস মাদানী ও কাকরাইল শুরার উপদেষ্টা কমিটির পক্ষ থেকে আল্লামা মাহমুদুর হাসান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহসহ সরকারের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আলেম ও তাবলিগের মুরব্বিদের সমন্বয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতে যান। তারা দেওবন্দ, দিল্লির নিজামুদ্দিন মারকাজ ও গুজরাট সফর করে দেশে ফিরে এসেছেন।

সফরে দারুল উলুম দেওবন্দ, মাওলানা সাদ কান্ধলভি ও গুজরাটের মুরব্বিদের প্রত্যেকের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের চেষ্টা করে বাংলাদেশের প্রতিনিধি। তাদের প্রত্যেকেই লিখিতভাবে নিজের অবস্থান স্পষ্ট করেন। লিখিত সে বক্তব্য নিয়ে দেশে ফেরে বাংলাদেশের আলেম ও মুরব্বিদের সমন্বিত প্রতিনিধি দল।

[জীবন সাজাতে ইসলামী যিন্দেগী অ্যাপটি ডাউনলোড করুন 
শরীরকে ব্যথামুক্ত রাখতে চিকিৎসা নিন আশশিফা হিজামাহ সেন্টারে]

ভারত সফরকারী প্রতিনিধি দল দারুল উলুম দেওবন্দ, মাওলানা সাদ ও গুজরাটের মুরব্বিদের মতামত সামনে রেখে একটি প্রতিবেদন তৈরি করেছেন। যা সামনে রেখে আগামীকালের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ বৈঠকেই সিন্ধান্ত হবে মাওলানা সাদ এ বছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিবেন কি না।

প্রতিবেদন নিয়ে গতকাল ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে প্রতিনিধি দল ও কাকরাইলের শুরার উপদেষ্টা আলেমদের বৈঠক হয়। বৈঠকে প্রতিবেদন ও আগামীকালের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কাকরাইল শুরার ৫ উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের পক্ষে মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা আবদুল মালেক।

আর ভারত সফরকারী প্রতিনিধি দলে ছিলেন, কাকরাইলের শুরার মুরব্বি মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কাকরাইলের কারী মাওলানা যুবায়ের আহমদ ও কাকরাইলের মাওলানা জিয়া বিন কাসেম।

যাত্রাবাড়ীর মাদরাসার বৈঠকে এ বছর বিশ্ব ইজতেমার ফয়সাল বাংলাদেশি হবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়। বিস্তারিত দেখুন আগের নিউজটিতে। ৫১ বছর পর প্রথমবারের মতো বিশ্ব ইজতেমার ‘ফয়সাল’ হচ্ছেন বাংলাদেশি

দুই দলের বিভক্তি নিরসনে হজরতজি ইলিয়াস রহ. এর গুরুত্বপূর্ণ নসিহত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ