আওয়ার ইসলাম: সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণ মঞ্চ পুনর্নির্মাণ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলে মন্ত্রী পরিষদ বিভাগের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।
সোহরাওয়াদী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মঞ্চে দাড়িয়ে ভাষন দিয়েছেন তা পুনর্নির্মাণ ও বঙ্গবন্ধুর আঙুল উচানো ভাস্কর্য স্থাপনের প্রকল্প পরিকল্পনা (প্রজেক্ট প্ল্যান) গ্রহণ এবং ৭ মার্চ দিনটিকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে মন্ত্রী পরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের করা সময়ের আবেদনে এ আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ ৭ মার্চ দিনটিকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত গত ২০ নভেম্বর এক আদেশে তা জানতে চেয়ে রুল জারি করেন।
রুলের শুনানিতে রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
এ সময় রিট আবেদনকারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ উপস্থিত ছিলেন।
এসএস/