আওয়ার ইসলাম: সম্প্রতি কাতারের নাগরিকদের ওমরাহ হজ পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কাতারের রাজধানী দোহা থেকে প্রকাশিত দৈনিক আল রায়ার গত বৃহস্পতিবারের সম্পাদকীয়তে এ ধরনের অভিযোগ করা হয়।
আল রায়ার সম্পাদকীয়তে বলা হয়েছে, কুয়েত থেকে আসা কাতারের ২০ জন নাগরিককে জেদ্দা বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে তাদেরকে দু'দিন ধরে আটকে রাখা হয়। তারা সকলেই ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।
তবে অবরোধের মধ্যেও হজ পালন করেছেন দেশটির নাগরিকরা। হজ পালনের ক্ষেত্রে কাতারের নাগরিকদের সবরকম সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও সে সময় বেশ কিছু সমস্যার সংবাদ পাওয়া গেছে।
উল্লেখ, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং মুসলিম ব্রাদারহুডসহ জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন-পালনের অভিযোগে ২০১৭ সালের ৫ জুন দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট।
কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর আকাশসীমা, স্থলবন্দর ও নৌবন্দর বন্ধ করে দেয় সৌদি জোট। পরে অবরোধ তুলে নেওয়ার জন্য দফায় দফায় দোহাকে শর্ত দেয়া হয়। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার।
এরপর গত হজ্ব মৌসুমে হজ পালনের ক্ষেত্রে কাতারের নাগরিকদের সবরকম সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও সে সময় বেশ কিছু সমস্যার সংবাদ পাওয়া গেছে।
সূত্র : আলজাজিরা।
এসএস/