আওয়ার ইসলাম: গতকাল বুধবার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও শহিদ বুদ্ধিজীবী–সংক্রান্ত আটটি দিবস রাজনৈতিক দলসহ সব নাগরিকের পালন বাধ্যতামূলক করতে নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হক ও মো. শহীদুল।
আর এসব দিবস সবার জন্য পালন বাধ্যতামূলক করা নিশ্চিত না করে আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিতেরও আরজি জানানো হয়েছে।
এসব দিবস পালনে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল চাওয়া হয়েছে। সেইসঙ্গে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এই আটটি দিবস পালন করার বিষয় অন্তর্ভুক্ত করারও নির্দেশনা চাওয়া হয়েছে।
এর ওপর আজ বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি হতে পারে।
রিট আবেদনের বিষয়টি জানিয়ে আইনজীবী মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩ নভেম্বর জেলহত্যা দিবস ও ‘জয় বাংলা’ স্লোগান রাজনৈতিক দলসহ সব নাগরিকের জন্য পালন বাধ্যতামূলক করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।
কেননা, স্বাধীনতার ৪৬ বছরেও এসব দিবস সবার পালনে নিষ্ক্রিয়তা দেখা গেছে।
রাজনৈতিক দলগুলোকে রিটে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে রিট আবেদনকারী এই আইনজীবী বলেন, এসব দিবস পালনে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল চাওয়া হয়েছে।
এইচজে