সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে দেখা করেছেন কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালেদ আল খাদের।
গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দপ্তরে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সেনাকুঞ্জে তাঁকে সেনাবাহিনীর একটি চৌকস দল 'গার্ড অব অনার' প্রদান করে। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জ এলাকায় তিনি বৃক্ষরোপণ করেন।
কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন কুয়েত আর্মড ফোর্সের মিলিটারি এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান মেজর জেনারেল আনোয়ার জাসিম আল মাজিদি, কুয়েত নেভাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল খালেদ আহমেদ আব্দুল্লাহ এবং মুবারক আল আব্দুল্লাহ জয়েন্ট কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল্লাহ আবদুস সামাদ দাসি্ত।
বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সেৌজন্য সাক্ষাৎ করবে।
উল্লেখ্য, কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদল সে দেশের একটি বিশেষ বিমানযোগে গতকাল মঙ্গলবার ঢাকা এসে পৌঁছে।
প্রতিনিধিদলটিকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান অভ্যর্থনা জানান।
প্রতিনিধিদলটি পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৫ জানুয়ারি নিজ দেশে ফিরবে।
সূত্র : আইএসপিআর