মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিমানবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ২২ মিনিটে শহরের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হেলিকপ্টারে ১৫ জন সেনা ও বিমানবাহিনীর উচ্চপদস্ত কর্মকর্তাসহ বিদেশী অতিথি ছিলেন। দুর্ঘটনায় আহত ৪ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতদের মধ্যে দু’জন বিজিবি কর্মকর্তা, বাকি দু’জন বিদেশি নাগরিক।
বিজিবি কর্মকর্তারা হলেন, লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ।
হাসপাতালের রোগী ভর্তি রেজিস্ট্রারে বাকি দু’জনকে বিদেশি নাগরিক হিসেবে উল্লেখ করা হলেও তাদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে আছেন।