আওয়ার ইসলাম: পাকিস্তানের লস্করই তইবা’র নেতা হাফিজ সাঈদ এবার মার্কিন যুক্তরাষ্টের প্রতি হুঁশিয়ারি উ্চারণ করে বলেছেন, পাকিস্তানের পরমাণু বোমা ইসলামের সম্পদ। জেরুসালেম রক্ষায় প্রয়োজনে তা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা
পাকিস্তানকে দেওয়া সামরিক অনুদান বন্ধ করে দেওয়ার বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্যুইট করার প্রতিক্রিয়ায় হাফিজ সাঈদ এর মন্তব্য আসে।
হাফিজ সাঈদ এর আগে একবার লাহোরের এক জনসভায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন।
সাঈদের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও তাকে বন্দি করেনি পাকিস্তান। কিছুদিনের জন্য গৃহবন্দি করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এবার একেবারে প্রকাশ্য জনসভা থেকে পরমাণু হামলা করার ডাক শোনা গেল তার গলায়।
হাফিজ সাঈধবলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য একটা ইসলামিক সম্মেলন করতে হবে, যেখানে যোগ দেবে আইএসের মাথারাও। আইএসের চাপে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হবে। ’
এসএস/