আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যে মুসলিম বিরোধী চক্রান্তের অংশ হিসেবে ১ কোটি ৯০ লাখ নাগরিকের তালিকা প্রকাশ করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভারত নতুন করে মুসলিম বিদ্বেষী চক্রান্ত শুরু করলে দুনিয়াময় অশান্তি সৃষ্টি হবে। এই চক্রান্তের বিরুদ্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধভাবে হতে হবে।
সেই সাথে বাংলাদেশ সরকারকেও কঠোর প্রতিবাদ করে এর বিরুদ্ধে কার্যকরী কুটনৈতিক তৎপরতা গ্রহণ করতে হবে।
নেতৃদ্বয় বলেন, মুসলমানদের বিরুদ্ধে যে কোন পদক্ষেপ সহ্য করা হবে না। তারা বলেন, ভারতে অবস্থানরত মুসলমানরা কখনো কোন ধরণের উগ্রপন্থা অবলম্বন করেনি।
তারপরও শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে মুসলিম বিরোধী কোন উদ্যোগ নিয়ে ভারত অশান্তি সৃষ্টি করলে কারো জন্য কল্যাণকর হবে না।
নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের মুসলমানরা আশা করে ভারত কোন ধরণের মুসলিমবিরোধী সেন্টিমেন্ট তৈরী করবে না।
এসএস/